হাফিজুল ইসলাম লস্কর :: ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে সিসিক মেয়র আরিফুল হকের একশ্যন অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় এবার সিলেটের অভিজাত এলাকাখ্যাত উপশহরে প্রবেশমুখের কয়েকটি দোকানে অভিযান পরিচালিত হয়।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে সোমবার ১টার দিকে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠানে উচ্ছেদ অভিযান শুরু করে সিসিক।
সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, ২২ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মিছবাহ, সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফুজ্জামানসহ বিপুলসংখ্যক পরিচ্ছন্নতাকর্মী নগরীর উপশহর পয়েন্ট থেকে উচ্ছেদ অভিযান শুরু করেন।
এ প্রসঙ্গে মেয়র আরিফুল হক চৌধুরী বলেছিলেন, ‘ফুটপাত দখল করে ব্যবসা না করতে আদালতের নির্দেশনা থাকার পরও কোন অদৃশ্য শক্তির বলে হকার ও ব্যবসায়ীরা আবারও ফুটপাত দখল করে ব্যবসা করছে। যারা নগরের বাসিন্দাদের সুখ, শান্তি চায় না তারাই ফুটপাত দখলের মদদ দিচ্ছে। এখন থেকে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।’ তিনি আরও জানিয়েছিলেন, সিলেট সিটি এলাকায় কোন অবৈধ স্থাপনা থাকতে পারবে না।