ষ্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে শেখ হাসিনা জড়িত বলে জনমনে এমন অভিযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি বলেন, ১৭ মে শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে আসেন আর ৩০ মে জিয়াউর রহমানকে হত্যা করা হয়। এতে বোঝা যায়, শেখ হাসিনা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
তিনি আরো বলেন, শেখ হাসিনা ক্ষমতায় এসে একে খন্দকার, কে এম শফিউল্লাহকে মন্ত্রী বানালেন। তাহলে কি বঙ্গবন্ধু হত্যার সঙ্গে শেখ হাসিনাও জড়িত ছিলেন এমন প্রশ্ন মির্জা ফখরুলের।
ফখরুল বলেন, সরকার বাজেট দেওয়ার আগে আমরা বাজেট নিয়ে ভাবনা দেই। কিন্তু এ বছর কোনো বাজেট ভাবনা দেবো না। কারণ, এ অবৈধ সরকারকে কিসের বাজেট ভাবনা দেবো?
সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের এক যৌথ সভায় বলেন, জিয়াউর রহমান মরে গিয়ে বেঁচে গেছেন। না হলে তিনিও বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি থাকতেন। এমন বক্তব্যের নিন্দা জানিয়ে ফখরুল বলেন, জিয়াউর রহমান সেনাবাহিনীর প্রধান হওয়ায় যদি বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি হতে পারেন, তাহলে তৎকালীন আওয়ামী লীগ নেতা খন্দকার মোশতাকের মন্ত্রিসভায় যারা যোগ দিয়েছিলেন যারা সবাই আওয়ামী লীগের ছিলেন, তারা কেন আসামি হবেন না?
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় এমন অসংলগ্ন কথা বলে থাকেন। তার এমন বক্তব্য নিয়ে বিস্মিত হওয়ার কিছু নেই।