কালিয়াকৈরে জমি দখলের অভিযোগ

Slider গ্রাম বাংলা

child family

 

 

 

 

 
কালিয়াকৈর প্রতিনিধি:  জেলার কালিয়াকৈরে মুক্তিযুদ্ধ মন্ত্রীর নাম ভাঙিয়ে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।

 

আজ রোববার সকাল থেকে কালিয়াকৈর পৌর এলাকার পূর্বচান্দরা বোর্ডমিল এলাকায় ওই ঘটনা ঘটছে। প্রতিপক্ষ লোকজন নিয়ে বিরোধপূর্ন জমিতে নির্মান করছে।

অভিযোগে বলা হয়, কালিয়াকৈর পৌর এলাকার পূর্বচান্দরা বোর্ডমিল এলাকায় জনৈক মোগর আলীর ছেলে সদু শিকদার গংদের ২৮৮ শতাংশ জমি রয়েছে। দীর্ঘ সময় ধরে সাদু শিকদার পরিবার পরিজন নিয়ে পৈতিক ভিটায় বসবাস করছেন। সম্প্রতি একটি চক্র জমি দখলে উদ্দেশ্যে সাদু শিকদারের পরিবারের সকল সদস্যের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাাঁদাবাজীর একটি মামলা সহ মোট তিনটি মামলা করেন। ওই সকল মামলায় পুলিশ সাদু শিকদার সহ ওই পরিবারের ৩ সদস্যকে গ্রেফতার করে । গ্রেফতারকৃতরা দীর্ঘ সময় হাজত বাস করে জামিনে ছাড়া পায়। কিন্তু জামিনে ছাড়া পাওয়ার পরও সাদু শিকদারের পরিবার বাড়িতে আসলেই পুলিশ এসে বাড়ি ঘেরাও করে। একই সঙ্গে প্রতিপক্ষের লোকজনও মহড়া দেয়। ফলে এই পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

অভিযোগে আরো বলা হয়, প্রতিপক্ষ পুলিশ দিয়ে হয়রানী করার কারণে সাদু শিকাদারের শিশুপুত্র ১ম শ্রেনীর ছাত্র ফিরোজ ও ৪র্থ শ্রেনীর ছাত্রী সুমাইয়া স্কুলে যেতে পারছে না। এই দুই শিশু স্থানীয় একটি কেজি স্কুলে লেখাপড়া করে।

এ ব্যাপারে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ রফিকুল ইসলামকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *