ঢাকা: অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুতে কাঁদছে বলিউড। কাঁদছে ভারত। শোকে স্তব্ধ সারা বিশ্বে তার কোটি কোটি দর্শক, ভক্ত। দুঃসহ এক যন্ত্রণা নিয়ে দীর্ঘশ্বাস ফেলছে মানুষ। শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ রাজনীতিকরা। শোক জানিয়েছে ভারতে বিরোধী দল কংগ্রেসও।
শোক জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সিতারাম। বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন থেকে শুরু করে প্রতিটি শ্রেণি পেশার মানুষ শোকে মূহ্যমান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, খ্যাতিমান অভিনেত্রী শ্রীদেবীর বিদায়ে আমি শোকে স্তব্দ। তিনি ছিলেন চলচ্চিত্র শিল্পের একজন নিবেদিতপ্রাণ। নানাবিধ চরিত্রে এবং স্মরণীয় পারফরমেন্সের মাধ্যমে তার দীর্ঘ ক্যারিয়ার। তার পরিবারের প্রতি আমার সমবেদনা। এক শোকের সময় তাদের শান্তনা জানাচ্ছি। তার আত্মার শান্তি কামনা করি। ওদিকে নরেন্দ্র মোদির মন্ত্রিপরিষদের অন্যতম সদস্য স্মৃতি ইরানিও টুইট করেছেন। তিনি শ্রীদেবীকে অভিনয়ের ‘পাওয়ার হাউজ’ আখ্যায়িত করেছেন। বলেছেন, দীর্ঘ অভিনয় জীবন তার সাফল্যে ভরপুর। তিনি দুঃখজনকভাবে বিদায় নিলেন। তার প্রিয়জন ও ভক্তদের প্রতি আমার সমবেদনা। শ্রীদেবীর বিদায়ে শোক প্রকাশ করেছেন এ সময়ের শক্তিধর অভিনেতা রজনীকান্ত। তিনি টুইটে বলেছেন, আমি শোকাহত এবং খুবই ‘ডিস্টার্বড’। আমি একজন প্রিয় বন্ধুকে হারিয়েছি। আর চলচ্চিত্র শিল্প হারিয়েছে এক সত্যিকার কিংবদন্তিকে। তার পরিবার ও বন্ধুবান্ধবদের জন্য আমার হৃদয় ছোঁয়া সমবেদনা। তাদের সঙ্গে আমিও বেদনা অনুভব করছি। শ্রীদেবী আপনাকে আমরা খুব মিস করবো। শ্রীদেবীকে বলা হয় ভারতের প্রথম নারী সুপারস্টার। ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সিতারাম টুইটে বলেছেন, দুঃখজনক খবর এটা। ‘ইংলিশ ভিংলিশ’ ছবিতে ব্রিলিয়ান্ট অভিনয় করেছেন শ্রীদেবী। তিনি বহুমাত্রিক অভিনেত্রী। তার মৃত্যুতে শোক প্রকাশ করছি। টুইট করেছেন উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। তিনি লিখেছেন, শ্রীদেবীকে হারিয়ে বেদনা ভারাক্রান্ত। তার পরিবার ও প্রিয়জনদের প্রতি আমার গভীর সমবেদনা। রাজনীতিক ও সাবেক পেশাদার শুটার কর্নেল রাজ্যবর্ধন সিং রাঠোর টুইটে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, শ্রীদেবী হঠাৎ মারা যাওয়ার খবরে আমি শোকাহত। তিনি ছিলেন ভারতীয় চলচ্চিত্রের একজন কিংবদন্তি। তার আত্মার শান্তি কামনা করছি। সমবেদনা জানাচ্ছি পরিবার, বন্ধুবান্ধব ও ভক্তদের প্রতি।