বলিউড সুপার স্টার শ্রীদেবী আর নেই

Slider বিনোদন ও মিডিয়া

296784_13

 

 

 

 

বলিউড সুপার স্টার শ্রীদেবী আর নেই। শনিবার রাত ১১টা নাগাদ দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বলিউড তথা ভারতের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী৷ মাত্র ৫৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি৷ শ্রীদেবী, তার স্বামী বনি কাপুর এবং ছোট মেয়ে খুশি কাপুরের সঙ্গে দুবাইয়ে মোহিত মারবার বিয়েতে অংশ নিয়েছিলেন৷ সেখানেই আচমকা হৃদরোগে আক্রান্ত হন তিনি৷ জনপ্রিয় অভিনেত্রীর মৃত্যুতে বলিউড -সহ গোটা ভারতে নেমে এসেছে শোকের ছায়া৷ তার মৃত্যুর কথা সর্বভারতীয় সংবাদমাধ্যমগুলোকে জানিয়েছে তার পরিবারেরই এক সদস্য৷ রীতেশ দেশমুখ, রাজকুন্দ্রা, সুস্মিতা সেন, করিনা কাপুরসহ আরো অনেকেই টুইটারে শোকপ্রকাশ করেছেন৷

শুধু হিন্দি নয়, মালয়ালম, তামিল, কন্নড়-সহ একাধিক ভাষার সিনেমায় চুটিয়ে অভিনয় করেছেন৷ শিশু শিল্পী হিসেবে সিনেমায় তার আবির্ভাব ঘটে। তার ঝুলিতে রয়েছে শতাধিক ছবি। তারপর অগণিত বলিউডের ছবিতে অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন শ্রীদেবী। তবে এখনো শ্রীদেবী বলতেই মনে পড়ে সেই ‘‍মিস্টার ইন্ডিয়া’‍ সিনেমায় ‘‍কাটে নেহি কাটতে ইয়ে দিন ইয়ে রাত’‍ গানে তার নাচ। তারপর বহু ছবিতেই তার অভিনয় দক্ষতা প্রশংসিত হয়েছে এবং এখনো হচ্ছে।১৯৮৩ সালের তার অভিনীত জনপ্রিয় ছবি ‘সাদমা’ বলিউডে শ্রীদেবীর আলাদা জায়গা গড়ে দিয়েছিল৷ অনেক সিনেমা সমালোচকরাও বলেন, শ্রীদেবী অভিনীত ‘লমহে’ ভারতীয় সিনেমার ১০০ বছরের ইতিহাসে সেরা ১০টি রোম্যান্টিক ছবির মধ্যে অন্যতম
২০১৩ সালে পেয়েছিলেন পদ্মশ্রী পুরস্কারও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *