যশোরে সড়ক দূর্টনায় নিহত ৭

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ ঢাকা নারী ও শিশু বাংলার মুখোমুখি সারাদেশ

10167950_1477126812428187_4242576705385030915_n

জেলা সংবাদদাতা
গ্রাম বাংলা নিউজ২৪.কম
যশোর: যশোরের অভয়নগরে ট্রাক ও মাহেন্দ্র’র মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক জনের অবস্থা আশংকাজনক।

মঙ্গলবার সকাল  ৯টার দিকে যশোর-খুলনা মহাসড়কের অভয়নগরের রাজঘাট আহাদ জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অভয়নগর উপজেলার নাউলী গ্রামের টুটুল (৩৫), শুভরাঢ়া গ্রামের ইকবাল মোল্লা (৪০), খুলনার ফুলতলা উপজেলার চৌদ্দমাইল গ্রামের ফারুক হোসেন (৩০), আলকা গ্রামের মন্টু কর্মকার (৩০) ও পরিতোষ সাহা (৫০) এবং পায়গ্রাম কসবা গ্রামের চৈতন্য বালার স্ত্রী গোপাল বালা (৬০)।

নিহতের মধ্যে বাকি একজনের পরিচয় এখনও জানা যায়নি। হতাহতরা সবাই মাহেন্দ্র যাত্রী এবং অভয়নগর ও ফুলতলা এলাকার বাসিন্দা।

আহত অন্তত তিনজনকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সকালে পাটবোঝাই একটি ট্রাক খুলনার দিকে যাচ্ছিল। বিপরীতমুখি মাহেন্দ্রটি খুলনার ফুলতলা থেকে নওয়াপাড়ার দিকে আসছিল। পথে অভয়নগরের রাজঘাট আহাদ জুটমিলের সামনে পৌঁছালে ট্রাকটি মাহেন্দ্রটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন ও হাসপাতালে নেওয়ার পর আরও দু’জনের মৃত্যু হয়।

যশোরের সহকারী পুলিশ সুপার রেশমা শারমিন বিষয়টি  নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *