ঢাকা: ময়নমনসিংহ এবং নাটোরে সড়ক দুর্ঘটনায় সাত জন নিহত হয়েছেন। আজ শুক্রবার বাস ও মোটরসাইকেলের পৃথক দুর্ঘটনায় এ প্রাণহানির ঘটনা ঘটে।
বেলা ১১টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের জয়পুর এলাকার ভূঁইয়া ফিলিং স্টেশনের কাছে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিন জন এবং হাসপাতালে নেয়ার পরে এক জনের মৃত্যু হয়। এছাড়া এই দুর্ঘটনায় ৩০জন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসাপতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।
নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- ঈশ্বরগঞ্জে ঘাগড়াপাড়া গ্রামের রতন মিয়া (২৮), নান্দাইল উপজেলার হাবিব মিয়া (৩৫), জামালপুর জেলার হাসিনা খাতুন (৭৫)।
এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
এছাড়া বেলা সাড়ে বারোটার দিকে নাটোরের গুরুদাশপুরের বনপাড়ার কাঁচিকাটা এলাকার বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
এছাড়া বেলা সাড়ে বারোটার দিকে নাটোরের গুরুদাশপুরের বনপাড়ার কাঁচিকাটা এলাকার বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।