ঢাকা: কারারুদ্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেয়া নির্ভর করছে উচ্চ আদালতের ওপর। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরল হুদা এ কথা বলেছেন।
আজ সোমবার সুপ্রিমকোর্টে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের খাসকামরায় তার সঙ্গে দেখা করতে যান সিইসি। সাক্ষাত শেষে ফেরার সময় সাংবাদিকদের তিনি বলেন, আমি আশা করি সব সমস্যার সমাধান হলে তিনি (খালেদা) নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। তবে বর্তমান পরিস্থিতিতে নির্বাচনে অংশগ্রহণ করা এবং না করা সম্পূর্ণ উচ্চ আদালতের ওপর নির্ভর করছে।