পরে বলেন, এখানে আবু জেহেলের বংশধররা আছেন। সঙ্গে সঙ্গে মঞ্চে থাকা বিশেষ অতিথি উপজেলার ধূলাউড়ি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জরিপ আহম্মেদ মাষ্টার প্রতিবাদ জানিয়ে বলেন, এখানে আবু জেহেলের কোন বংশ ধর নাই। কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রধান বক্তাকে কিল, ঘুষি, লাথি মেরে মঞ্চ থেকে ফেলে দেন। বিভিন্ন এলাকা থেকে আগত মুসুল্লিরা জীবনের ভয়ে দিক বিদিক ছুটাছুটি শুরু করে। নাম প্রকাশ না করার শর্তে এই মাহফিলের একজন সদস্য বলেন, চেয়ারম্যান জরিফ মাষ্টার এলাকায় যে কোনো জলসাতে বক্তাদের কোন বিষয়ে ওয়াজ করা হবে বলে জানিয়ে দেন। এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান জরিফ আহম্মেদ এই প্রতিনিধিকে মোবাইল ফোনে বলেন, মাওলানা আজিজুল হক উপজেলার ডেমড়া, বড়পাইকশা সহ একাধিক জায়গায় সরকার বিরোধী ওয়াজ করেছেন। বারআনি কবর স্থানের জালসায় ও তার বক্তব্য ব্যতিক্রম হয়নি। আওয়ামীলীগের নেতা-কর্মীরা আবু জেহেলের বংশ ধর বলে কটুক্তি করলে উপস্থিত নেতা কর্মী ও মুসুল্লিরা তাকে মারপিট করেছে। মারপিটটা আল্লাহর তরফ থেকে হয়েছে বলে তিনি মন্তব্য করেন।