ভারতের বীরভূমের চন্দ্রপুরে ঘটনাটি ঘটেছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক সিভিক ভলেন্টিয়ারকে। অভিযোগ, ওই সিভিক ভলেন্টিয়ারকে বিয়ের প্রস্তাব দেওয়া হলে তিনি বিয়ের জন্য যৌতুক দাবি করেন। ভারতের চন্দ্রপুর থানার সিভিক ভলেন্টিয়ার ভবানি প্রসাদ মালির বাড়ি লাওজোড় গ্রামে।
অভিযোগ থেকে জানা যায়, গ্রামেরই এক যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার ৪ বছর ধরে ধর্ষণ করেন ভবানি প্রসাদ মালি। ঘটনার কথা জানাজানি হওয়ার পর অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে বিয়ে দিতে চায় যুবতীর পরিবার। কিন্তু অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের পরিবার তখন ৫ লাখ টাকা যৌতুক দাবি করা হয়। এরপরই থানায় অভিযোগ করে নির্যাতিতার পরিবার। অভিযোগের ভিত্তিতে ওই সিভিক ভলেন্টিয়ারকে দেশটির পুলিশ গ্রেফতার করে।