ভ্যালেন্টাইনস ডে পালন শরিয়াহ আইনের পরিপন্থী নয় : সৌদি আলেম

Slider সারাবিশ্ব

163117rose-19

মক্কা নগরীর সাবেক ধর্মীয় পুলিশপ্রধান ও সৌদি আরবের শীর্ষস্থানীয় আলেম ভ্যালেন্টাইনস ডে প্রসঙ্গে বলেন,এ দিবস উদযাপন শরিয়াহ আইনের পরিপন্থী নয়। এটি হারামও নয় বলে জানান তিনি। পাশাপাশি এটি একটি ইতিবাচক সামাজিক বিষয় বলেও তিনি মনে করেন।

মক্কা নগরীর সাবেক ধর্মীয় পুলিশপ্রধান আহমেদ কাসিম আল গামদি বুধবার এক সাক্ষাৎকারে বলেন, ভ্যালেন্টাইনস ডে একটি ইতিবাচক সামাজিক আচার। এর সঙ্গে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক বা বিরোধ নেই।

সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন আল অ্যারাবিয়াকে দেয়া সাক্ষাৎকারে কাসিম বলেন, ভ্যালেন্টাইনস ডে একটি সামাজিক ইস্যু, জনগণ এটি উদযাপন করতেই পারে। কেননা এটি কোনো হারাম কিছু নয়।

আহমেদ আল কাসিম বলেন, ভালোবাসা মানুষের সহজাত অনুভূতি। আর তার উদযাপন অমুসিলমদের মধ্যেই কেন সীমাবদ্ধ থাকবে।

এবার ভ্যালেন্টাইন্স দিবসে সৌদি আরবের জেদ্দায় প্রশাসনের কোনো বাধা ছাড়াই ফুল বিক্রি হতে দেখা যায়, যা গত বছরেও হয়নি।

সূত্র : খালিজ টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *