ভ্যালেন্টাইন দিবস উদযাপন মা দিবস উদযাপনের মতই। একারণে এটা অনৈসলামিক না। সৌদি আরবের মক্কা নগরীর সাবেক ধর্মীয় পুলিশ প্রধান শেখ আহমেদ কাসিম আল-ঘামদি এমনটাই বলেছেন। আরব নিউজকে তিনি বলেন, ‘পুরো বিশ্বজুড়েই ১৪ই ফেব্রুয়ারি উদযাপিত হয়েছে। এটা শুধু অমুসলিমদের জন্য ছিল না। এটা একটা সামাজিক অনুষ্ঠান ছিল যেটা মুসলিমরাও উদযাপন করতে পারেন।’ তিনি আরো বলেন, ‘ভ্যালেন্টাইন দিবস উদযাপন করা ইসলামিক শিক্ষার পরিপন্থী নয়।
কেননা, এটা পার্থিব, সামাজিক একটা বিষয়; জাতীয় দিবস ও মা দিবস পালনের মতো। এইসব অভিন্ন সামাজিক বিষয়গুলো পুরো মানবজাতিই উদযাপন করে। এগুলো কোন ধর্মীয় ইস্যু নয় যার অনুমোদনের জন্য ধর্মীয় প্রমাণ থাকতে হবে। এরকম অনেক পার্থিব জিনিস আছে যেগুলো আমরা নৈতিকভাবে মেনে চলি যা জনপ্রিয়তার কারণে মুসলিম সম্প্রদায়গুলোর মধ্যে প্রচলিত হয়েছে। সেগুলো হয়তো অমুসলিম সম্প্রদায়ের কাছেও আগ্রহের বস্তু হতে পারে।’