একটি আইফোন ৬ হাতে পেতে কে না চান। কিন্তু এর দাম অনেকেরই নাগালের বাইরে। কিন্তু নামমাত্র মূল্যে পেতে পারেন আইফোন ৬ এর মতো হুবহু দেখতে একটি ফোন। চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ‘ডিজিওয়ান’-এর একটি অ্যান্ড্রয়েড ফোন রয়েছে যা আইফোনের নতুন মডেলের হুবহু সংস্করণ।
আইফোন ৬ এর মতো তৈরি ডিজিওয়ানের স্মার্টফোনটির মডেল ১০০+ভি৬। এর দাম চীনের টাকায় ৭৯৯ ইয়ান যা মাত্র ১২৯ ডলারের সমমূল্যের। ওদিকে, আইফোন ৬ নিতে গেলে কমপক্ষে ৬০০ ডলার খরচ পড়বে।
এখন ঝামেলা হলো, ডিজিওয়ানের দাবি, তাদের ডিজাইনটি আগে করা হয়েছে। আর যদি তাই হয়, আইফোনের বিরুদ্ধের মডেল নকলের অভিযোগ তুলতে পারে প্রতিষ্ঠানটি। ইতিমধ্যে পদক্ষেপ নিয়েও ফেলেছে ডিজিওয়ান। তারা ক্যালিফোর্নিয়ার কিউপারটিনো-তে সেপ্টেম্বরে একটি চিঠিও পাঠিয়েছে। সেখানে বলা হয়েছে, তাদের ১০০+ভি৬ মডেলের স্মার্টফোনটির পেটেন্ট নকল করা হয়েছে।
ডিজিওয়ান এই ফোনটির ডিজাইন পেটেন্ট জমা দেওয়া হয় জানুয়ারিতে। এটি পাস হয় জুলাই মাসে। ম্যাকওয়ার্ল্ড এ-বিষয়ক কাগজপত্র পেয়েছে।
এ বিষয়ে আর কিছু বলা হয়নি কোনো পক্ষ থেকে।
ছবিতে বামপাশে আইফোন ৬ ও আইফোন ৬ প্লাস এর ছবি। আর ডানপাশে রয়েছে ডিজিওয়ানের ১০০+ভি৬ এর ছবি। আপনারাই মিলিয়ে দেখুন।