গ্রাম বাংলা নিউজ২৪.কম
ঢাকা: এক সপ্তাহের সফরে লন্ডন থেকে মালয়েশিয়া সফরে রয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডা. জোবায়দা রহমান ও কন্যা জাইমা রহমানও রয়েছেন।
সোমবার লন্ডন থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর পৌঁছেছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
মালয়েশিয়ায় এক সপ্তাহ অবস্থানকালে তিনি কুয়ালালামপুরের জালান কিয়া পেঙ এ প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাবেন বলে জানা গেছে।
সোমবার স্থানীয় সময় দুপুর ৩ টায় কুয়ালালামপুর বিমান বন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান মালয়েশিয়া সরকারের কমিউনিকেশন ও মাল্টিমিডিয়া বিষয়ক মন্ত্রণালয়ের মহাসচিব দাতো আবদুর রহীম রাজী এবং তারেক রহমানের ব্যক্তিগত মুখ্য কর্মকর্তা মিয়া নূর উদ্দীন অপু।
২০০৮ এর ১২ই সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডন গমন করেন তারেক রহমান।
সেখানে টানা পাঁচ বছর অবস্থানের পর গত বছরের ১ এপ্রিল পবিত্র ওমরাহ পালনের জন্য সউদী আরব গমন করেন তিনি।
এক সপ্তাহকাল সউদী আরবে অবস্থান করে পবিত্র ওমরাহ পালন ও রাসূলে করিমের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) রওজা মোবারক জিয়ারত শেষে লন্ডন প্রত্যাবর্তন করেন তিনি।