বাংলা বলতে মনে পড়ে ‘রবীন্দ্রনাথ’

Slider বিনোদন ও মিডিয়া

image-17953-1518673834

 

 

 

 

 

 

 

 

 

 

 

মালয়ালি ছবি ‘ওরু আদার লাভ’-এর একটি গানে প্রিয়ার সঙ্গে সহঅভিনেতা রোশন আবদুল রউফের ইশারার ক্লিপিংস ভাইরাল। বাংলা বলতে মনে পড়ে তার ‘রবীন্দ্রনাথ টেগোর।’

মঙ্গলবার রাত ১২টা ১৫। আপাতত গোটা দেশের প্রেমের প্রতীক যার হাসি, সেই প্রিয়া জানালেন- বাংলার কথা তিনি জেনেছেন রবীন্দ্রনাথের লেখা থেকেই। তার ছোটগল্প, কবিতা তিনি পড়েছেন।

প্রেম উদ্‌যাপনের দিনে বিশেষ কোনো প্ল্যান নেই বলে জানালেন এই ‘ন্যাশনাল ক্রাশ’। বিমলা কলেজের প্রথম বর্ষের কমার্সের এ ছাত্রী বলেন, ‘না, না, স্পেশাল কোনো প্ল্যান নেই। তবে যা চলছে চারদিকে, আমার বন্ধুরা তো খুবই উত্তেজিত।’

অবশ্য উত্তেজিত তো হওয়ারই কথা। ইনস্টাগ্রামে একদিনে ছয় লাখ ফলোয়ার পেয়ে রেকর্ড গড়েছে তার অ্যাকাউন্ট। গুগল সার্চেও তিনি হারিয়ে দিয়েছেন ক্যাটরিনা, আলিয়া, সানি লিওন ও দীপিকা পাড়ুকোনদের। প্রথম ছবি মুক্তির আগেই তাই বলিউড থেকে ফোন পাচ্ছেন অষ্টাদশী।

প্রিয়া জানালেন, ‘পিঙ্ক’ ছবির নির্মাতা সুজিত সরকার ফোন করেছিলেন তাকে। তবে এত প্রচার, খ্যাতির মধ্যেও তার সারল্য অটুট। তাই প্রিয় অভিনেতা কে জিজ্ঞাসা করায় হেসে তার উত্তর- ‘এই ছবিতে আমার সহঅভিনেতা রউফই আমার প্রিয় অভিনেতা। বলিউডে রণবীর সিংহ, দীপিকাও আমার খুব প্রিয়।’

তবে প্রিয়ার প্রচারের ঢেউয়ে মিশেছে কিছু বিতর্কও। ছবির ওই গানের কথায় মুসলিম সম্প্রদায়ের ভাবাবেগকে আঘাত করা হয়েছে বলে বুধবার ছবির পরিচালক ওমর লুলুর বিরুদ্ধে হায়দরাবাদে থানায় অভিযোগ করেছে একটি সংগঠন। তাদের দাবি, ছবি থেকে গান বাদ দিতে হবে বা কথা বদলাতে হবে।

পরিচালকের অবশ্য বক্তব্য, গানে আপত্তিজনক কিছু বলা হয়নি। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে ধর্মগুরুদের মতামত নেওয়া হবে।

তবে এসব নিয়ে ভাবছেন না প্রিয়া। তিনি আপাতত সবার প্রার্থনা চাইছেন। তিনি বলেন, ‘শুধু এই ছবির জন্য নয়, আমি যাতে আরও এগিয়ে যেতে পারি, সে জন্যও প্রার্থনা করুন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *