সৌম্য সরকারের খেলার স্টাইলই অন্যরকম। তার খেলার ধরন নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের নেতিবাচক ধারণা নেই। তবে অনেকে বলে থাকেন হাথুরুসিংহের পছন্দের ক্রিকেটার হওয়ায় দলে অটোমেটিক চয়েজ ছিলেন সৌম্য। জাতীয় দলের এই ওপেনার অবশ্য বলেছেন, পারফরম্যান্সের কারণেই তিনি কোচের চোখে ভালো ছাত্র ছিলেন।
বাংলাদেশের চাকরি ছেড়ে নিজের জন্মভূমি শ্রীলংকার দায়িত্ব নিয়েছেন হাথুরুসিংহে। লংকান এই কোচ বাংলাদেশে সাবেক হয়ে যাওয়ার পর তার প্রিয় ছাত্র সৌম্যও ছিটকে যানজাতীয় দল থেকে।
সৌম্যর পরিবর্তে দীর্ঘ তিন বছর পর জাতীয় দলে ফেরানো হয়এনামুল হক বিজয়কে। ঘরোয়া ক্রিকেটে অসাধারণ খেলে যাওয়া বিজয় জাতীয় দলে ফিরে চকম দেখাতে পারেননি। যে কারণে তার ওপর আস্থা হারিয়ে ফেলেছে টিম ম্যানেজমেন্ট।
শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দলে ফেরানো হয়েছে সৌম্য সরকারকে। বৃহস্পতিবার বিকেল ৫টায় মিরপুরে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম খেলা।
সম্প্রতি ঘরের মাঠে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ এবং শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে জাতীয় দলের বাইরে থাকা সৌম্য, টি-টোয়েন্টি সিরিজে নিজের লক্ষ্য নিয়ে যুগান্তরকে বলেন, দলের প্রত্যাশা অনুসারে খেলাই আমার লক্ষ্য। আমি আমার পক্ষ থেকে সেরাটা দেয়ার জন্য প্রস্তুত আছি। চেষ্টা করব দলের চাওয়া অনুসারে খেলতে।