বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ”আওয়ামী লীগ সম্পূর্ণভাবে গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদের পায়ের তলায় মাটি নেই। ধাক্কা দিয়ে সরকারের পতন ঘটাতে হবে।” বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কল্যাণ পার্টির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংগঠনের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মাদ ইবরাহীম (বীর প্রতীক) আলোচনা সভায় সভাপতিত্ব করেন।
বিএনপির মুখপাত্র বলেন, দেশ ধ্বংসকারী, মানুষের অধিকার ধ্বংসকারী, গণতন্ত্র হরণকারী সরকারকে তাড়াতে হবে। নোংরা পচে যাওয়া রাজনৈতিক কালচার পরিবর্তন করে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, ”আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন ও রাজনৈতিকভাবে দেউলিয়া। তাই এদেরকে ক্ষমতা থেকে সরাতে আরেকটি ধাক্কা মারতে হবে।”
মির্জা ফখরুল বলেন, ”মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপারসনকে সাজা দিতে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো দ্রুত শেষ করতে উঠেপড়ে লেগেছে সরকার।”