মদ আবার হালাল হয় ? হ্যাঁ যুক্তরাষ্ট্রের বাজারে এখন পাওয়া যাচ্ছে হালাল মদ। স্পেনের ডিসমার্ক প্রোডাক্ট ‘লুসোরি’ নামের হালাল ওয়াইন তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে বাজারজাত করছে।
ওয়াইনের বোতলে ইংরেজি ও আরবিতে ‘হালাল’ শব্দটি লিখে বিশ্বের মুসলমানদের আকৃষ্ট করারও চেষ্টা চালাচ্ছে।
সাম্প্রতি যুক্তরাষ্ট্রের বাজারে ‘লুসোরি’ নামের ওয়াইন সর্বত্রই পাওয়া যাচ্ছে। শতকরা শুন্যভাগ অ্যালকোহল এবং শতকরা একশতভাগ খাঁটি উল্লেখ করে রমরমা ব্যবসা চলাচ্ছে ওই প্রতিষ্ঠানটি।
‘থ্যাংকস গিভিং ডে’ উপলক্ষে গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে ব্যাপকহারে বাজারজাত করা হয়। মদের বোতলে হালাল শব্দ লেখা দেখে প্রবাসী বাংলাদেশিসহ অনেক মুসলমানরা হতবাক হয়েছেন।
অনেকে মন্তব্য করে বলেছেন, হালাল লিখলেই কি সবকিছু হালাল হয়ে যায় ?