ডিমলায় শিব চর্তুদশী ব্রত উৎসব পালন

Slider রংপুর

 

download

 

 

 

 

 

মোঃ জাহিদুল ইসলাম (ডিমলা-নীলফামারী প্রতিনিধি); নীলফামারী জেলার ডিমলা উপজেলা সদরের শতাধিক বৎসরের পুরাতন ঐতিহ্যবাহী শ্রী শ্রী দয়রামেশ্বর শিব মন্দির চিরধামে শিব চর্তুদশী ব্রত উৎসব পালন করা হয়। ব্রত উৎসব উপলক্ষে উপজেলা বিভিন্ন ইউনিয়নের সহশ্র হিন্দু নরনারী ভক্তবৃন্দ অংশগ্রহন করেন এবং পূর্জা অচনা দেশ জাতির কল্যাণে বিশেষ প্রার্থনা ও প্রসাদ বিতরন করা হয়।

উপজেলার শিব মন্দির কমিটির আয়োজনে এ ব্রত অনুষ্টানে উপস্থিত ছিলেন- মন্দির কমিটির সাবেক সভাপতি বাবু সুভাষ চন্দ্র সরকার, বাবু কালী চরণ সেন, অনিল চন্দ্র রায় ও বতমান উপজেলা কমিটির সভাপতি বাবু মোহিত চন্দ্র সিংহ রায়, সম্পাদক বাবু নিরেন্দ্র নাথ রায় ও লিটন সরকার, পলাশ চন্দ্র এবং ডিমলা রিপোর্টাস ইউনিটির সিনিয়র সহ-সভাপতি বাবু নিরঞ্জন দে প্রমূখ। পুজা কমিটির সাধারন সম্পাদক বাবু নিরেন্দ্র নাথ বলেন এই প্রচীন মন্দিরের পূজা উপলক্ষে স্বাধীনতা পূব মাস ব্যাপি শিবরাত্রী মেলা অনুষ্ঠিত হত এবং দেশের নানা প্রান্তের লোকজন দোকানপাট নিয়ে মেলায় অংশগ্রহন করতেন তবে পরে মেলাটি স্থানীয় ঘৃন্ন রাজনীতির কারনে মেলাটি নষ্ট হয়ে যায়। বতমানে সংকিন্ন স্থানে ছোট-খাটো তিন দিন ব্যাপি একটি মেলার আয়োজন করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *