ভারতের বিপক্ষে দেশের মাটিতে ওয়ানডে সিরিজটা বেশ হতাশার মধ্যেই কাটছে দক্ষিণ আফ্রিকার। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হাতছাড়া করে ফেলেছে স্বাগতিকরা। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো কোনো দ্বিপক্ষীয় সিরিজ জয়ের আনন্দে ভাসছে ভারতীয় শিবির। সেইসঙ্গে প্রোটিয়াদের সরিয়ে ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষস্থানটাও দখল করেছে বিরাট কোহলির দল।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকাল পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে সিরিজের পঞ্চম ওয়ানডে জিতে স্বাগতিকদের কাছ থেকে শীর্ষস্থান কেড়ে নিয়েছে ভারত। গত ছয় মাসে তৃতীয়বারের মতো ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করল তারা। ওয়ানডের পাশাপাশি টেস্ট র্যাংকিংয়ের শীর্ষস্থানও এখন আছে ভারতের দখলে।
সিরিজের দুই ম্যাচ জিতেই ভারত র্যাংকিংয়ের শীর্ষস্থানে পৌঁছে গিয়েছিল। কিন্তু সেটা ধরে রাখতে হলে তাদের ছয় ম্যাচের মধ্যে চারটিতে জিততে হতো। শেষ ম্যাচে যদি ভারত জিততে পারে, তবে ১২৩ পয়েন্ট নিয়ে তারা র্যাংকিংয়ের শীর্ষে থাকবে এবং দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট হবে ১১৭। শীর্ষস্থানে অবস্থান করতে হলে সিরিজের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হয় জিততে হবে নয়তো টাই করতে হবে।
এদিকে ভারতের সিরিজ জয়ের ফলে দক্ষিণ আফ্রিকার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ইংল্যান্ড। সামনের ওয়ানডে সিরিজে তারা যদি নিউজিল্যান্ডকে ৫-০ ব্যবধানে হারাতে পারে, তাহলে দক্ষিণ আফ্রিকাকে টপকে দ্বিতীয় স্থানে পৌঁছে যাবে ইংলিশরা।
গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে জয় দিয়ে ওয়ানডে র্যাংকিংয়ের দশম স্থানে উঠে এসেছে আফগানিস্তান। তবে র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত আছে। টাইগাররা আছে সপ্তম স্থানে।