চীন তার আশপাশের অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েই চলেছে। বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরও এর ব্যতিক্রম নয়। সেখানে চীনের প্রভাব মোকাবেলায় এবার যুদ্ধজাহাজ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য।
আন্তর্জাতিক জলসীমায় চীন তার প্রভাব বিস্তার করতে চাইছে। আর এ প্রভাব সীমিত করার জন্যই যুদ্ধজাহাজ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য।
এইচএমএস সাদারল্যান্ড নামে টাইপ ২৩ ফ্রিগেটটি অস্ট্রেলিয়া থেকে চীন সাগরের উদ্দেশে শীঘ্রই রওনা দেবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী গেভিন উইলিয়ামসন।
বেশ কিছুদিন ধরেই দক্ষিণ চীন সাগরের বিশাল অংশকে নিজেদের জলসীমা বলে দাবি করছে চীন। এরপর সে স্থানে সামরিক উপস্থিতি বৃদ্ধি করেছে। ফলে বিভিন্ন দেশের সঙ্গে চীনের দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধ তৈরি হয়েছে। এবার সে বিরোধ নতুন মাত্রা পেল ব্রিটিশ যুদ্ধজাহাজ মোতায়েনে।
সূত্র : ইনডিপেনডেন্ট