ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের কপি আজ বুধবার বিকালে পাওয়া যাবে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা।
ওই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজা দেয়া হয়। তথ্য নিশ্চিত করে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, সকালে পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামানের আদালতের কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছেন কপি তৈরির কাজ শেষ পর্যায়ে। বিকেল ৪টা নাগাদ তা আইনজীবীদের দেয়া যাবে। ওই অনুলিপি পাওয়ার পরই খালেদা জিয়ার জামিন আবেদন করবেন আইনজীবীরা।