বিএনপি’চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র কারামুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঘন্টাব্যাপি অবস্থান কর্মসুচি পালন করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি, অংঙ্গ ও সহযোগি সংগঠন।
মঙ্গলবার কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয়-এর সামনে সকালে ১২টা থেকে ১টা পর্যন্ত ঘন্টাব্যাপি এ অবস্থান কর্মসুচি পালিত হয়।
অবস্থান কর্মসূচিতে এসময় বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সিনিয়র সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম নুরু, দফতর সম্পাদক আশরাফুল হক রুবেল, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাসিম পারভেজ তারা, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজব, পৌর বিএনপির সাধারন সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গির বিপ্লব, জেলা কৃষকদলের সভাপতি রফিকুল ইসলাম, থানা যুবদলের সহ-সভাপতি রুবেল আহমেদ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক এ.কে.এম তাজুল ইসলাম সাজু, পৌর যুবদলের সহ-সভাপতি আল আমিন আবির, সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম শিমুল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি বেলাল হোসেন, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা সোহেল, সহ জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
অবস্থান কর্মসূচিতে নেতৃবৃন্দ এসময় অবিলম্বে রায় বাতিল করে বেগম খালেদা জিয়া’র কারামুক্তির দাবি করেন।