শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সাকিব আল হাসানকে অধিনায়ক করে গতকাল দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু আঙুলের চোটের কারণে শেষ পর্যন্ত টি-টোয়েন্টিও খেলা সম্ভব হচ্ছে না সাকিবের। তার বদলে প্রথম টি-টোয়েন্টিতে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল।আজ রোববার বিসিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রথম টি-টোয়েন্টির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। সেখানে বলা হয়েছিল, চোটের জন্য টেস্ট সিরিজে খেলতে না পারা সাকিব আল হাসান টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেবেন দলকে। কিন্তু রোববার বিসিবির পক্ষ থেকে জানানো হয়, চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে খেলতে পারছেন না সাকিব। তার পরিবর্তে ওই ম্যাচে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। বাংলাদেশের টি-টোয়েন্টি দলে নতুন মুখ পাঁচ জন, দলে ফিরেছেন তিন জন। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন দুই অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান ও আফিফ হোসেন, পেস বোলিং অলরাউন্ডার আরিফুল হক, পেসার আবু জায়েদ ও উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান।বাংলাদেশ দল :তামিম ইকবাল, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, আরিফুল হক, জাকির হাসান, আফিফ হোসাইন, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু হায়দার রনি, আবু জাহেদ রাহি ও মেহেদী হাসান।