গেল বছর এশিয়ার ‘সেক্সিয়েস্ট ম্যান’ বা যৌন আবেদনময় পুরুষ নির্বাচিত হয়েছেন বলিউড অভিনেতা শহীদ কাপুর। সম্প্রতি শাহিদ কাপুর তার নতুন ছবি ‘বাত্তি গুল মিটার চালু’-এর শুটিং শুরু করেছেন। এই ছবিতে তার বিপরীতে নায়িকা শ্রদ্ধা কাপুর। ‘হায়দর’-এর পর আবার জুটি বাঁধলেন দু’জন। ‘বাত্তি গুল…’-এ শাহিদের লুক নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা রকম জল্পনা।
নতুন ছবির শুটিং সম্পর্কে আনন্দ প্লাসে দেয়া সাক্ষাৎকারে শহীদ বলেন, এই ছবিটিতে আমার লুক নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করা হয়েছে। ছবিতে আমি উত্তরখণ্ডের একজন তরুণের ভূমিকায় কাজ করছি। পাহাড়ি ভাষা বলতে হবে বলে একজন ডিকশন টিচারের কাছে নিয়মিত ক্লাসও করছি। ছবিটার সঙ্গে অনেক প্রত্যাশা জড়িয়ে আছে। একটা জরুরি সোশ্যাল ড্রামা বলা যায় ‘বাত্তি গুল…’কে।
একটা চরিত্রের জন্য অনেক পরিশ্রম করেন আপনি। চরিত্রটা হয়ে গেলে ডি-স্ট্রেস করেন কী ভাবে? এমন প্রশ্নের জবাবে শহীদ বলেন, আমার ডি-স্ট্রেস করার একটাই পদ্ধতি— মেয়ে মিশা। ও তো মাঝে মাঝে মীরার সঙ্গে আমার শুটিং সেটেও চলে আসে। মিশা আমার চার্জার, আমাকে সব সময় রিচার্জ করে দেয়। ওকে দেখে আমার সব ক্লান্তি চলে যায়। তবে ‘পদ্মাবত’-এর শুটিং শেষ হওয়ার পর আমি যখন চুল আর দাড়ি কাটি, তখন আমাকে দেখে চিনতে পারেনি। সেই মুহূর্তটায় খুব খারাপ লেগেছিল।