বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলায় আনিসুল হকের ‘মা’ উপন্যাসের ৭৫তম মুদ্রণ এসেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের হাত ধরে।
তখন মেলায় সময় প্রকাশনীর স্টলে আনিসুল হককে অভিনন্দন জানিয়ে আসাদুজ্জামান নূর বলেন, ‘মা’ পড়লে অশ্রু সংবরণ করা যায় না। মুক্তিযুদ্ধ ও ভালো বইয়ের প্রতি ভালোবাসার প্রমাণ হলো ‘মা’–এর ৭৫তম মুদ্রণ।