আগামী দুই সপ্তাহের মধ্যে খাদ্য নিরাপত্তা আইন কর্তৃপক্ষ গঠন করতে যাচ্ছে সরকার বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
বৃহস্পতিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ইউএসএইড আয়োজিত খাদ্য নিরাপত্তা বিষয়ক এক কর্মশালার উদ্বোধন করতে এসে তিনি এ কথা জানান।
খাদ্যমন্ত্রী বলেন, “শুধু খাদ্য অধিকার নয়, সাধারণ মানুষের পুষ্টি নিশ্চিত করতেও কাজ করছে সরকার। এজন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ করে অচিরেই কাজ শুরু করা হবে।”
তিনি বলেন, “বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন ২০১৩ কার্যকরের জন্য বাংলাদেশ নিরাপদ খাদ্য বিধিমালার গেজেট প্রকাশিত হয়েছে এবং আমরা আশা করছি নিরাপদ খাদ্য আইন ২০১৩ অচিরেই কার্যকর হবে।”
অতি শীঘ্রই বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিষ্ঠা হবে বলেও আশাবাদ বেক্ত করেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।