বাসন্তীর ছোঁয়া
▬▬▬▬▬▬ওমর অক্ষর
পাঞ্জাবীর গতরে বাসন্তী শাড়ির স্পর্শ
অনেকদিনের কামনা,
জুটি কেমন মানায়;
আঙ্গুলে আঙ্গুলে সন্ধি করে,
একটি পহেলা ফাল্গুন আমার চাই
এমন একটি বিকালে কামিনীকে
পাশে-কাছে নিভৃতে নিরিবিলি চাই;
চুলে ফুল, কানে দুল, ললিত ললাটে
আননে কাননে অধরের স্বাধীনতা চাই।
ধীরে ধীরে দু’জনের মাঝের দূরত্ব কমিয়ে,
বির রৌদ্র জমিয়ে, বাসন্তী শুভসন্ধ্যা চাই।
শাড়ীর ভাঁজ ভাঙ্গার অমাভিন,
প্রতিশোধে নাকটানা অভিযান
সে কামনায় বসন্তের শুভেচ্ছা জানাই!