ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, পরে স্বাভাবিক

চট্টগ্রাম সারাদেশ

image_158809.daudkandi photo janjot 14-11-14ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনা ও ঘন কুয়াশার কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বুধবার রাত ২টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত চান্দিনা উপজেলার কাঠের পুল থেকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর পর্যন্ত দীর্ঘ ৪০ কিলোমিটার সড়কজুড়ে এ যানজট সৃষ্টি হয়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. আসাদুজাম্মান আসাদ জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে ঘনকুয়াশার কারণে মাধাইয়ার নিকট ট্রাক ও কাভার্ড ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় গাড়িটি সরিয়ে নিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘন কুয়াশা আর চালকরা ঘুমিয়ে পড়ার কারণে হাইওয়ে পুলিশ চালকদের ঘুম থেকে তুলে গাড়ি চালানোর ফলে যানজট সরাতে দীর্ঘ সময় লেগে যায়।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি মো. জোবায়দুল আলম জানান, ঘন কুয়াশা আর চালকদের এলোপাতাড়ি গাড়ি চালানোর ফলে ধীর গতিতে গাড়ি চলাচলা করায় যানজট নিরসন করতে দীর্ঘ সময় লেগে যায়। কুয়াশা স্বাভাবিক হলে পুলিশের চেষ্টায় সকালে যানবাহন চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *