ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কুমিল্লার একটি নাশকতা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়েছে পুলিশ। একই সাথে ঢাকার দুই থানার আরো ২টি মামলায় তাকে শোন এরেষ্ট করা হয়েছে।
আজ সোমবার পুলিশ তাকে এ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখায়।
কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজার সংলগ্ন জগমোহনপুর এলাকায় বাসে পেট্রোলবোমা নিক্ষেপের মামলায় গত ২ জানুয়ারি খালেদা জিয়াসহ ৪৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
আগামী ২৫ ফেব্রুয়ারি কুমিল্লার আমলি আদালতে (চৌদ্দগ্রাম) ওই মামলার বিচারকার্যের দিন ধার্য করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, এর মাধ্যমে সরকার আবারো প্রমাণ করেছে তারাই খালেদা জিয়াকে কারাগারে রাখতে বাধ্য করছে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দুদকের সাথে সরকার যোগসাজশ করেছে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, খালেদা জিয়াকে বিভিন্ন মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর মাধ্যমে সরকার নিজেদের পতনের আগে বিএনপিকে মরণ কামড় দিতে চাইছে। তবে এসব মামলায় দ্রুতই জামিন পাবেন এবং নেতাকর্মীদের মাঝে ফিরে আসবেন তিনি।