ঢাকা: প্রশ্ন ফাঁস ঠেকাতে পর্যায়ক্রমে এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। আজ সোমবার জাতীয় সংসদে তিনি এ কথা বলেন। একের পর এক প্রশ্নপত্র ফাঁস নিয়ে কাজী কেরামত আলী বলেন, ‘এমসিকিউ প্রশ্ন পর্যায়ক্রমে তুলে দেওয়া হবে। তাহলে প্রশ্ন ফাঁসের সুযোগ থাকবে না।’
একটি চক্র প্রশ্ন ফাঁস করে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে মন্তব্য করে তিনি জানান, ইতিমধ্যে ওই চক্রের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে চলমান এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস রোধে পরীক্ষা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করেছে সরকার। কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে কাউকে মোবাইল ফোনসহ পেলে গ্রেপ্তারের নির্দেশনা দেয় হয়।।