বাংলাদেশের দুর্নীতি নিয়ে আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশন্যাল (টিআই) যে প্রতিবেদন দিয়েছে, তাকে সুখবর বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, ‘দুর্নীতিতে বালাদেশের অগ্রগতি হয়েছে। এটা বালাদেশের জন্য অত্যন্ত সুখবর এবং চমৎকার খবর। দুর্নীতি দমন কমিশন এখন দায়মুক্তি কমিশনে পরিণত হয়েছে।’
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কল্যাণপার্টির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এমন কথাই বলেন তিনি। এ সময় তিনি বর্তমান সরকারকে আর একটা ধাক্কা দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল ও বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনাকে নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ যে মন্তব্য করেছেন তাতে বাংলাদেশ-আমেরিকার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে দাবি করেন ফখরুল। তিনি বলেন, ‘এতে লাভটা কী হচ্ছে। বরং বাংলাদেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক আরো খারাপ হচ্ছে। কোথাও বাংলাদেশের বন্ধু নেই। মধ্যপ্রাচ্যের কোনো দেশে বাংলাদেশের মানুষ যেতে পারছে না।’
তিনি বলেন, ‘দেশে অর্থনৈতিক মন্দা চলছে। এ পরিস্থিতিতে আওয়ামী লীগের বোধোদয় হচ্ছে না। তারা গলাবাজি করে চলছে। আওয়ামী লীগ দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তারা একের পর এক গণবিরোধী আইন পাস করছে। পার্লামেন্টকে রাবার স্ট্যাম্পে পরিণত করেছে।’
তিনি আরো বলেন, ‘বিচার বিভাগের স্বাধীনতা নেই। খালেদা জিয়াকে সাজানো মামলা দিয়ে অস্থায়ী আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। সরকারকে আর একটা ধাক্কা মারতে হবে। তাদের পায়ের নিচে মাটি নেই। তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কল্যাণপার্টির সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মো. ইব্রাহীম বীরপ্রতীক। এ সময় বিএনপির যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, নগর বিএনপির সদস্য সচিব হাবিবুন নবী খান সোহেল, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, ডেমোক্রেটিক লীগের মহাসচিব সাইফুদ্দিন মুনিফ, বিএনপির কেন্দ্রীয় নেতা আবু নসের মো. রহমত উল্লা প্রমুখ নেতা বক্তব্য দেন।