কবর থেকে তোলা হচ্ছে ‘টুনি’র মরদেহ

বাংলার আদালত

tuni02আদালতের নির্দেশনানুযায়ী প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এইসব দিনরাত্রি’র টুনি চরিত্র খ্যাত অভিনেত্রী নায়ার সুলতানা লোপার মরদেহ পুনঃময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হচ্ছে।

এই মামলার আইও (তদন্ত কর্মকর্তা) গুলশান থানার এসআই আসাদুজ্জামান বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম শামিম বানুর উপস্থিতিতে বৃহস্পতিবার দুপুর থেকে নায়ার সুলতানা লোপার মরদেহ বনানী কবরস্থান থেকে তোলার কার্যক্রম শুরু হয়েছে।

উল্লেখ্য, লোপার ঝুলন্ত মরদেহ গত ১৬ অক্টোবর রাজধানীর গুলশানে তার শ্বশুরবাড়ি থেকে উদ্ধারের পর হত্যার অভিযোগ তোলেন তার মা রাজিয়া সুলতানা। লোপার স্বামী আলী আমিনের বিরুদ্ধে মামলাও করেন তিনি।

লোপার মায়ের এক আবেদনের পরিপ্রেক্ষিতে ২৬ নভেম্বর ঢাকার মূখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ফের ময়নাতদন্তের প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষসহ ৩ সদস্যের উপস্থিতিতে লোপার মরদেহ তোলার নির্দেশ দেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *