সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ছড়িয়ে পড়েছে। ছবিটির পাশে বসানো হয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলির ছবি। দুটি ছবিতে এত বেশি মিল যে, দুজনকে জমজ ভাই বলেই মনে হয়! ঠিক একইরকম দাঁড়ি আর মুখমণ্ডল দুজনের। সোশ্যাল মিডিয়ায় অসংখ্য মানুষ ছবিটি দেখে বোকা বনে যাচ্ছেন। কিন্তু আসল ঘটনা কী? কোহলির মত দেখতে কে সেই যুবক?
ছবির মানুষটি একজন ব্রিটিশ জঙ্গি! না, এই তথ্যটাও পুরোপুরি ঠিক নয়। কারণ সত্যিটা হলো, ইনি ভারতের জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা রাজকুমার রাও। রাজকুমারের পরবর্তী ছবি ‘ওমারটা’র বিশেষ পোস্টারে মেকআপের পর সেই ব্রিটিশ জঙ্গির চেহারা অনেকটা বিরাট কোহলির মতই লাগছে। অনেকে এটাকে আবার ‘ছবির প্রচার’ বলে সমালোচনা করছেন।
পাকিস্তানের বংশোভূত ব্রিটিশ জঙ্গি আহমেদ ওমার শাহিদের জীবন নিয়ে সিনেমা তৈরি করেছেন হানসল মেহেতা। সেই ওমারের চরিত্রেই অভিনয় করেছেন রাজকুমার রাও। এতে কোহলির সঙ্গে কোনো সম্পর্ক নেই।নেহাতই কাকতালীয়ভাবে রাজকুমারের নতুন লুক দেখে কোহলি ভেবে ভুল করছেন সবাই। উল্লেখ্য, কোহলির কোনো জমজ ভাই নেই।