ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাজা দেয়ার ঘটনা রাজনীতির টার্নিং পয়েন্ট বলে মন্তব্য করেছেন দলটির স্থানীয় কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। তিনি আরো বলেছেন, এর প্রতিক্রিয়া হবে অত্যন্ত ব্যাপক ও গভীর।
আজ শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অন্যায় ও বেআইনিভাবে সাজা প্রদান’ প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এ সংবাদ সম্মেলনে আগামীকাল রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পাঁচ দিনব্যাপী সারাদেশের আইনজীবী সমিতিতে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়।
সরকার বলছে, তিনি তিনবারের প্রধানমন্ত্রী, তার সামাজিক অবস্থা বিবেচনা করে তাকে বিশেষ মর্যাদা দেওয়া হচ্ছে কারাগারে। কিন্তু কারাগারে এখনো তাকে ডিভিশন দেওয়া হয়নি।
বিএনপি চেয়ারপারসনকে কারাগারে পাঠানো আওয়ামী লীগের জন্য ‘পলিটিক্যাল ব্ল্যান্ডার’ বা রাজনৈতিক ভুল বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদের মধ্যে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন।