‘আমি দেহ চাই না রে/চাই যে শুধু মন/যদি দিতে পারো/করবো তোমারে আপন…’ এমনই কথায় নতুন গানে হাজির হচ্ছেন মমতাজ। ভালোবাসা দিবস উপলক্ষে ইউটিউবে মুক্তি পাবে গানটির মিউজিক ভিডিও। ইতিমধ্যে মিউজিক ভিডিওর কিছু অংশ ইউটিউবে প্রকাশ হয়েছে। যা সকলের মাঝে বেশ সাড়া ফেলেছে।
ভিডিওটি পরিচালনা করেছেন এম এ সাখাওয়াৎ, কোরিওগ্রাফি করেছেন মাইকেল বাবু ও রতন। গানের কথা লিখেছেন আবু সায়েদ খান এবং সংগীত আয়োজন করেছেন চঞ্চল। এতে মডেল হয়েছেন সাজিয়া রিতু ও তন্ময়।