জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে নাশকতা রোধে রাজধানীর উত্তরার রাজপথে আজ ও অবস্থান নেয় তুরাগ থানা কৃষকলীগের নেতাকর্মীরা।
শুক্রবার সকাল থেকেই বিকেল পর্যন্ত উত্তরা ও তুরাগের বিভিন্ন রাস্তায় তাদের অবস্থান নিতে দেখা যায়।
তুরাগ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক রিপন হোসেন বলেন বেগম জিয়ার রায়কে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবেই রাজধানীর উত্তরার রাজপথে সক্রীয় অবস্থানে কৃষক লীগ। দুর্নীতি মামলার রায় ঘোষনাকে কেন্দ্র করে যেকোন ধরনের নাশকতা মোকাবেলা ঠেকাতে বৃহস্পতিবার ও শুক্রবার ভোর থেকেই উত্তরার বিভিন্ন পয়েন্টে প্রতিরোধ মুলক প্রস্তুতি নেয়া হয়েছিল।
এছাড়া রাস্তায় অবস্থান নিয়েছিল স্থানীয় আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তিনি বলেন উত্তরার এ পর্যন্ত কোথাও বিএনপির নেতাকর্মীদের মাঠে নামতে দেখা যায়নি।
তবে বিএনপি যে কোনো নাশকতা ঠেকাতে সজাগ দৃষ্টি রাখবে তুরাগ থানা কৃষক লীগের নেতাকর্মীরা।