চট্টগ্রাম টেস্ট ড্রয়ের পর ঢাকা টেস্টেও চাপের মুখে পড়েছে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচের প্রথমদিন সফরকারী শ্রীলঙ্কার বোলারদের প্রতিহত করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে টাইগার ব্যাটসম্যানরা। ৪ উইকেটের বিনিময়ে প্রথম ইনিংসে ৫৬ রান নিয়ে ম্যাচের দ্বিতীয় দিন শুরু করেছে টাইগাররা।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কাকে মাত্র ২২২ রানে অল আউট করলেও এর দিনশেষে বাংলাদেশই পিছিয়ে থাকে।
প্রথমদিন সকাল থেকেই লঙ্কান ব্যাটসম্যানদের উপর ছড়ি ঘুরিয়েছেন বাংলাদেশের দুই বাঁহাতি স্পিনার- আব্দুর রাজ্জাক ও তাইজুল ইসলাম। রাজ্জাক তো চার বছর পর ফিরেছেন টেস্টে। প্রত্যাবর্তনের এই ম্যাচে তিনি পেয়েছেন ৪ উইকেট। তাইজুলও পেয়েছেন চার উইকেট। বাঁহাতি পেসার মোস্তাফিজুর শিকার করেছেন বাকি দুই উইকেট। মূলত কুশল মেন্ডিস (৬৮), রোশেন সিলভা (৫৬), দিলরুয়ান পেরেরা (৩১) ও আকিলা ধনঞ্জয়ার (২০) অবদানেই প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ২২২ রান তুলতে পেরেছে শ্রীলঙ্কা।
দিনের শেষে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন টাইগার টপ অর্ডার ব্যাটসম্যানরা। লঙ্কান পেসার সুরঙ্গা লাকমালের ইনিংসের প্রথম ওভারে কট অ্যান্ড বোল্ড তামিম ইকবাল। এরপর রান আউট প্রথম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি পাওয়া মুমিনুল হক। আর মুশফিকুর রহীম লাকমালের বল ছেড়ে দিয়ে হন বোল্ড। সব দলীয় ১২ রানের মধ্যেই। এরপর ইমরুল কায়েস জুটি বাঁধেন লিটন দাসের সাথে। দিনের খেলা ৩.১ ওভার বাকি থাকতে ইমরুলও কাটা পড়েন এলবিডাব্লিউ হয়ে।