পঞ্চগড়ে বিএনপির মিছিল, আটক ৪

Slider রাজনীতি

PANCHAGARH_bd

 

 

 

 

 

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এসময় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, ছাত্র দলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিকসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। আজ দুপুরে বিএনপির নেতাকর্মীরা রায়ের প্রতিবাদে শহরের লিচু তলা থেকে বিক্ষোভ মিছিল বের করে মূল শহরের দিকে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়। এসময় বিএনপির নেতাকর্মীদের পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ধাওয়া দেয়। এক পর্যায়ে বিএনপির বিএনপির ৪ জনকে আটক করে পুলিশ।

এদিকে জেলার বোদা উপজেলা যুবলীগের সভাপতি দিলরেজা ফেরদৌসের বাসায় হামলার ঘটনা ঘটেছে। জানা গেছে ছাত্রলীগের কিছু কর্মী রায়ের পরপরই তার বাড়িতে হামলা করে। এসময় দুই জন আহত হয়। আহতদের বোদা স্বাস্থ্য কম্পেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে রায়ের পরে আনন্দ মিছিল করে আওয়ামী লীগ। সকাল থেকে তারা পার্টি অফিসের সামনে অবস্থান নিয়ে ছিল। জেলার আইনশৃংখলা নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ ছাড়াও দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *