চার বছর পর টেস্ট দলে ফেরাটা মধুর হয়ে উঠল আব্দুর রাজ্জাকের। নিজের তৃতীয় ওভারেই সাফল্যের দেখা পেলেন। সাজঘরে ফেরালেন দিমুথ করুনারত্নেকে।
টস জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। বাংলাদেশ স্পিন আক্রমণে শুরু করে বোলিং। মেহেদী হাসান মিরাজ ও আব্দুর রাজ্জাক আক্রমণ শুরু করেন। দ্বিতীয় ওভারে রাজ্জাক। ম্যাচের ষষ্ঠ ওভারে আঘাত হানেন রাজ্জাক।
করুনারত্নেকে বেরিয়ে আসতে দেখে রাজ্জাক বল করলেন পায়ের দিকে। করুনারত্নে শট খেলার জায়গা না পেয়ে চাইলেন ফ্লিক করতে। বল তার দুই পায়ের ফাঁক দিয়ে বেরিয়ে গেল। বাকি কাজ নির্ভরতায় সারলেন কিপার লিটন দাস।
৩ রানে স্টাম্পড করুনারত্নে। শ্রীলঙ্কার সংগ্রহ ৬ ওভারে ১৪ রান।