জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের প্রস্ততি চলছে। তবে বিএনপি চেয়ার পারসন খালেদা জিয়া আদালতে হাজির হবার পর রায় ঘোষণা হতে পারে। রাজধানীর পুরান ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান বেলা ১১টায় এ রায় ঘোষণা করারা কথা।
এদিকে সকাল পৌনে ৯টার দিকে এ মামলার দুই আসামি ব্যবসায়ী সলিমুল হক কামাল ও শরফুদ্দিন আহমেদকে আদালতে আনা হয়েছে। এ মামলায় মোট আসামি ছয়জন। তার মধ্যে তিনজন পলাতক।
এই তিনজন হলেন বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।