রাজধানী তুরাগের কামারপাড়া ইস্টানে প্রায় ২০০ জন পরিবহন শ্রমিক, ড্রাইভার ও হেলপার নিয়ে সচেতনতামূলক কর্মসূচী আয়োজন করে উত্তরা ট্রাফিক জোন।
আজ ৭ ফেব্রুয়ারি, ২০১৮ বুধবার সকাল ১১টায় ট্রাফিক উত্তর বিভাগের উত্তরা জোনের পরিবহনের শ্রমিক, চালক ও হেলপারদের নিয়ে এ সচেতনতামূলক কর্মসূচীর আয়োজন করা হয়।
সচেতনতামূলক সভায় সড়ক কী কী কারণে আমাদের দেশে সড়ক দূর্ঘটনা ঘটে তার কারন, কীভাবে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছানো যায়, যানজটের কারণ, যানজট নিরসনে করনীয় ইত্যাদি বিষয় বিস্তারিত আলোচনা করেন সিনিয়ার সহকারী পুলিশ কমিশনার মোঃ জিন্নাত আলী মোল্লা।
সচেতনতামূলক সভায় চালক ও হেলপারদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করার লক্ষ্যে একটি ট্রাফিক ডকুমেন্টারী প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ট্রাফিক পুলিশ পরিদর্শক মোঃ মুজিব রহমান, জাতীয় সাপ্তাহিক শেষ সংবাদ পত্রিকার সম্পাদক মোঃ আশরাফ হোসেন (ডালী) প্রমুখ।