রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার রাত আনুমানিক ১০ টার দিকে বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন বি-বাড়িয়া জেলার কুনি পাড়া গ্রামের সুবেদালির ছেলে আলী হোসেন (২৬)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর থানার এসআই মোস্তাফিজুর রহমান ও তার সঙ্গীয় ফোর্স বিমানবন্দর গোলচত্বর এলাকায় সন্দেহভাজন কয়েকজনকে তল্লাশি করে। এ সময় এক মাদক ব্যবসায়ীর প্যান্টের পকেট থেকে ২০৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ইয়াবাসহ থানায় নিয়ে আসে পুলিশ।
বিমানবন্দর থানার অপারেশন ইন্সপেক্টর মুক্তার উজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে গ্রাম বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিবেদক কে বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বৃহস্পতিবার সকালে তাকে কোর্টে প্রেরণ করা হবে।