রিজার্ভ চুরির ২ বছর পর মামলা করার সিদ্ধান্ত

Slider অর্থ ও বাণিজ্য

291836_145

 

 

 

 

রিজার্ভ চুরির দুই বছর পর এ বিষয়ে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এ মামলা রুজু করা হবে।

রিজার্ভ চুরির দুই বছর পূর্ণ হয়েছে গত ৪ ফেব্রুয়ারি। এ বিষয়ে আপডেট জানাতে আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশের কেন্দ্রীয় এ ব্যাংকটি। কথা বলেন ডেপুটি গভর্নর আবু হেনা মো: রাজি হাসান।

তিনি জানান, রিজার্ভ চুরি হয়ে জমা হওয়া ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংক করপোরেশনের (আরসিবিসি) বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়েছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে তৃতীয় একটি দেশের আদালতে মামলাটি করা হবে। তৃতীয় দেশ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের কথা জানান।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হিসাব থেকে সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার পাচার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *