রামগঞ্জে মাসের পর মাস ধরে চলছে জাতীয় পতাকার অবমাননা

Slider চট্টগ্রাম

Ramganj Picরামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
রামগঞ্জে মাসের পর মাস ধরে জাতীয় পতাকার অবমাননা হয়ে আসছে। রাত-দিন ২৪ ঘন্টা উত্তোলন রেখে এবং জাতীয় পতাকাকে শ্মশাণের বেড়া হিসেবে ব্যবহারের মাধ্যমে এ অবমাননা করা হচ্ছে।

এরই সাথে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পতাকাকেও এ অবমাননায় সম্পৃক্ত করা হয়েছে। জামুকা’র সাবেক মহাপরিচালক শ্যামা পদ দে’র রামগঞ্জ পৌরসভার রতনপুরস্থ বাসভবনে এ অবমাননার ঘটনা ঘটে চলছে। সৃষ্ট পরিস্থিতে স্থানীয়ভাবে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী জানান, শ্যামা পদ দে’র বাসভবনের ছাদের ওপর দীর্ঘ কয়েকমাস পূর্বে জাতীয় পতাকা এবং বাসভবনের সামনে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পতাকা উত্তোলনের পর অদ্যাবধি আর নামানো হয়নি। এরই সাথে বিগত ২৮ ডিসেম্বর ১৫ইং নন্দ কুমার দে ভারতে মৃত্যুর পর সেখানে তাকে পারিবারিকভাবে সমাহিত করা হলেও শ্যামা পদ দে তার বাসভবনের দক্ষিণ পাশের চলাচলের রাস্তা বন্ধ করে ভাই নন্দ কুমার দে’র শ্মশাণ বানিয়ে জাতীয় পতাকা দিয়ে ওই শ্মশাণ আবৃত করে রাখেন।

এতে স্থানীয়ভাবে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি জানার জন্য কয়েকবার শ্যামা পদ দে’র বাসভবনে গিয়েও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু ইউছুফ জানান, কোন ক্রমেই জাতীয় পতাকার অবমানোনা মেনে নেওয়া যায়না। এমন ঘটনা ঘটে থাকলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *