আগামী শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সারা ভারতজুড়ে মুক্তি পাবে অক্ষয় কুমার, সোনম কাপুর ও রাধিকা আপ্তে অভিনীত সামাজিক সচেতনতাবিষয়ক বলিউড সোশ্যাল ড্রামা ‘প্যাড ম্যান’। গতকাল সোমবার এই বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অক্ষয়। যিনি তামিলনাড়ুর সামাজিক উদ্যোক্তা অরুণাচল মুরুগানাথম-এর ভূমিকায় অভিনয় করছেন এই ছবিতে।
অক্ষয় বলেন, আমরা মূলত নারীদের একটি বিশেষ সময়ে ব্যবহারের জন্য স্যানিটারি ন্যাপকিন-বিষয়ক প্রচারণা ও উদ্ধুদ্ধকরণ নিয়ে ছবিটা করেছি। ভারতের মেয়ের তাদের রজঃকালীন সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে থাকে। আর এই কথা মাথায় রেখেই তামিলনাড়ুর সামাজিক উদ্যোক্তা অরুণাচল মুরুগানাথম এক বিশেষ ধরনের স্যানিটারি ন্যাপকিন তৈরি করেছেন যা খুব কম দামি ও অবশ্যই স্বাস্থ্যসম্মত। আমরা চাই প্রতিটি নারী তাদের বিশেষ সময়ে এই স্বল্পমূল্যের ন্যাপকিন ব্যবহার করুক, এবং ঝুঁকিহীন জীবন যাপন করুক। আর আমি সবচেয়ে বেশি যেটা আশা করি, সেটা হলো বাড়ির পুরুষরা এই বিষয়ে কথা বলুক। এটা লজ্জার কোনো বিষয় নয়। এই সময়ে এসে এটা নিয়ে লুকোছাপারও কিছু নেই। আমরা একটি স্বাস্থ্যসম্মত ভারতের জন্য কাজ করছি।
সূত্র : ডিএনএ