ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের অংশে প্রায় ২০ কি.মি. দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার মহাসড়কে চার লেনের কাজ চলমান থাকায় এবং ঘন কুশায়ায় রাস্তা দেখা না যাওয়ায় যানবাহন অত্যন্ত ধীর গতিতে চলাচল করায় এই যানজটের সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে।
জানা গেছে, সেতুর ওপর ঘন কুয়াশায় র্দুঘটনা এড়াতে রাতে ও ভোর সকালে বঙ্গবন্ধু সেতুর উভয় পাশে ২ ঘণ্টা টোল আদায় বন্ধ রাখে বঙ্গবন্ধু সেতু র্কতৃপক্ষ। এ ছাড়া এলেঙ্গা বাসস্ট্যান্ডে চার লেন কাজের অংশ হিসেবে ঢাকাগামী লেনটি পুরোপুরি বন্ধ করে কাজ করছে কর্তৃপক্ষ। এতে উত্তরবঙ্গগামী গাড়িগুলো দুই লেনে চলাচল করায় মহাসড়কের বঙ্গবন্ধু সেতু এলাকা থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ২০কি.মি. যানজটের সৃষ্টি হয়েছে।
টাঙ্গাইল হাইওয়ে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর জামাল হোসনে সাংবাদিকদের জানান, মহাসড়কে যানজট নিরসনে পুলিশ নিরলসভাবে কাজ করছে। তবে এই যানজট দীর্ঘস্থায়ী হবে না। কুয়াশা কেটে গেলে যানজট স্বাভাবিক হয়ে আসবে।