সিলেটে যাওয়ার পথে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়ি বহর নরসিংদী জেলখানার মোড়ে পৌঁছালে ছাত্রলীগ ও বিএনপি নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল থেকেই বিএনপি নেতাকর্মীদের প্রতিহত করতে মাঠে ছিল ছাত্রলীগ-যুবলীগ। বিপরীতে বিএনপির নেতাকমী এবং দলটির সমর্থক আইনজীবীরা মহাসড়কে নেত্রীকে স্বাগত জানাতে আসেন।
মহাসড়কে স্বাগত জানিয়ে মিছিল করার সময় বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লা মিয়া, জেলা বিএনপির সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামালসহ ১১ নেতাকর্মীকে আটক করে পুলিশ। পরে দুপুর একটার দিকে সানাউল্লা মিয়াকে ছেড়ে দেওয়া হয়।
এ ছাড়া নারায়ণগঞ্জের আড়াইহাজার, নরসিংদীর ভেলানগর ও কামারটেকের কাছে রাস্তায় থাকা বিএনপি নেতাকর্মীদের পুলিশ ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, আমরা খবর পাচ্ছি, ম্যাডামের গাড়িবহর সিলেট যাওয়ার পথে পুলিশ নেতা-কর্মীদের রাস্তায় দাঁড়াতেই দিচ্ছে না। বিভিন্ন জায়গায় গ্রেপ্তার অভিযান চলছে।
এর আগে আজ সোমবার সকাল সোয়া ৯টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে খালেদা জিয়ার গাড়িবহর সিলেটের উদ্দেশে রওনা হয়। বিএনপি প্রধানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ সিনিয়র নেতারা।