চলতি বছর ফেব্রুয়ারিতেই বাজারে আসছে অপো এফ৫– এর নতুন সংস্করণ ‘ড্যাশিং ব্লু’। ‘সংস্করণ’ বলা হলেও রংয়ের পরিবর্তন ছাড়া আর কোনো দিক দিয়ে এই ফোনটি প্রচলিত এফ৫ থেকে আলাদা বলে দাবি করেনি নির্মাতা প্রতিষ্ঠানটি।
স্মার্টফোনটির এই সংস্করণে এআই বিউটি রিকগনিশন টেকনোলজি ও ২০ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা’র মতো এফ৫–এর সব ফিচারই থাকবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।
ড্যাশিং ব্লু’-এর দাম এখনও জানানো হয়নি। তবে, এর দাম অপো এফ৫ রেড এডিশনের সমান হতে পারে বলে আভাস দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি।
দুইশ’টিরও বেশি ফেসিয়াল রিকগনিশন স্পটের সাহায্যে অপো এফ৫ ড্যাশিং ব্লু–এর আর্টিফিসিয়্যাল ইন্টেলিজেন্স বিউটি টেকনোলজি একটি গ্লোবাল ডেটাবেজ–এর উপর ভিত্তি করে মুখের আকার ও গঠন চিহ্নিত করে এবং একটি চেহারার গঠন ও আকার অন্যটি থেকে সহজেই আলাদা করতে পারে বলে দাবি নির্মাতাদের।