ছাত্রলীগের ৬ শাখায় নতুন কমিটি

Slider রাজনীতি

Satrolic_banglanews24_298304943ঢাকা: ৬ শাখায় এক বছরের জন্য নতুন কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

নতুন অনুমোদিত কমিটিগুলো হলো, মানিকগঞ্জ জেলা, ঝিনাইদহ জেলা, পৌর, সদর উপজেলা, হরিণাকুন্ডু উপজেলা ও ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রলীগ।

এদিকে, সংগঠনটির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার ৬ নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের দপ্তর সম্পাদক শেখ রাসেল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

মানিকগঞ্জ জেলা কমিটি
সভাপতি সাদেকুল ইসলাম সোহা, সাধারণ সম্পাদক এনামুল হক রুবেল। এ শাখার মনিরুল ইসলাম খান মনিরকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে।

ঝিনাইদহ জেলার কমিটি
সভাপতি শাকিল আহমেদ, সহ সভাপতি- আশরাফুজ্জামান সুমন, মামুন হোসেন, রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক রানা হামিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমেদ, মানিক অধিকারি, সাংগঠনিক সম্পাদক রেজোয়ানুল হক রিপন, ইমরান আলী, মেহেদী হাসান সোহেল। এ শাখা থেকে বিশ্বজিৎ সাহা মিথুনকে কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক করা হয়েছে।

ঝিনাইদহ সদর উপজেলা কমিটি
ইবনে আব্বাসকে সভাপতি ও মনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

ঝিনাইদহ পৌরসভা কমিটি:
সভাপতি খাইরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।

হরিণাকুন্ড‍ু উপজেলা কমিটি
রাজু আহমেদকে সভাপতি ও বিল্লাল হোসেনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কমিটি
সভাপতি সাইফুল ইসলাম, সহ সভ‍াপতি মিজানুর রহমান মিজু, এমদাদুল হক শরীফ সোহাগ, সাধারণ সম্পাদক অমিত কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন হোসেন, প্রচার সম্পাদক ফাহিমুর রহমান সেতু। এ শাখার শামীম হোসেন খান, আবুজর গিফারি গাফফার, আহমেদ মাহফুজ সজন, রিজভী হাসান মাহমুদ হিরণকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে।

অব্যাহতি পেলেন যারা:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার সহ সভাপতি রুকনুজ্জামান বাবলু, সাংগঠনিক সম্পাদক ফয়সল ইসলাম জয়, প্রচার সম্পাদক মনোয়ারুল ইসলাম নয়ন, পাঠাগার সম্পাদক সুমন পারভেজ, সহ সম্পাদক মিজানুর রহমান ও সদস্য হাসান মাহমুদ রিয়াদকে শৃঙ্খলাবিরোধী কাজের কারণে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। – বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *